তনুর খুনিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট

Shuhagi Jahan Tonuডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী। আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে তনু হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল

বন্ধুদের সঙ্গে আড্ডায় তনু
বন্ধুদের সঙ্গে আড্ডায় তনু

জারির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আবেদনে তনুর পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। আবেদনে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার (জিওসি), পুলিশের আইজিপি, কুমিল্লার পুলিশ সুপার, কোতোয়ালি থানার ওসিসহ আটজনকে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, গত ২০শে মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশনি শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়।