ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাকতে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত আকবর আলীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ বৃহস্পতিবার রাতেই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এক সন্তানের জনক নিহত আকবর আলী ভাতগাঁও ইউনিয়নের আসামপুর গ্রামের মৃত আবদুল্লার পুত্র। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অপরাধিরা গাঁ ঢাকা দিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে এলাকার পরিস্থিতি শান্ত রাখছে। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উটেছে, থানা পুলিশের দায়িত্বরতরা অপরাধিদের গ্রেফতার করছেনা। উল্টো প্রকৃত অপরাধি আলা মিয়া ও আবদুল আলিমদের বাড়িঘরের নিরাপত্তা দিয়ে যাচ্ছে থানা পুলিশ। স্থানীয় একাধিক সূত্রে জানায়, সংঘর্ষের পর থেকে আসামপুর গ্রামটি পুরুষ শুন্য রয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধদের মধ্যে আসামপুর গ্রামের মৃত উমর আলীর পুত্র মাসুক মিয়া (৫৫) ও একই গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র আনহার মিয়া (২৬) গুরুতর আহত। বর্তমানে তারা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অন্যান্য আহতদের চিকিৎসা চলছে। এব্যাপারে সংঘর্ষস্থলে দায়িত্বরত এসআই সৈয়দ আবদুল হান্নান জানান, এলাকার পরিস্থিতি শান্ত আছে। শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলো। পরে তাদেরকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ওসি শাহ জালাল মুন্সি সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।