রাজাকারদের তালিকা তৈরির কাজ চলছে : সংসদে মন্ত্রী

a k m muzammelসুরমা টাইমস ডেস্কঃ মুক্তিযোদ্ধাদের যেমন তালিকা আছে, তেমনি স্বাধীনতা বিরোধীদেরও তালিকা করা হবে। আল বদর, আল শামসদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘রাজাকার, আলবদর, আলশামসদের একটা তালিকা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু খালেদা-নিজামীর সরকারের সময় ওই তালিকা সুকৌশলে নষ্ট করে ফেলা হয়েছে। থানাগুলোতে অল্পসংখ্যক তালিকা আছে, আমরা তালিকা করার পদক্ষেপ নিয়েছি। কী প্রক্রিয়ায় তালিকা করা যায় সেটা পর্যালোচনা করা হচ্ছে। তবে রাজাকার-আলবদর-আলশামসদের তালিকা করা হবে।’
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সম্মান দেয়া হবে। তিন পর্যায়ে এটা করা হবে। যারা ভাতা নিতে চান তাদের তালিকা প্রকাশ করা হবে। যারা ভাতা নিতে চান না তাদেরও একটি তালিকা করা হবে। এই তালিকার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যায়, অনতিবিলম্বে আমরা তালিকাটি করতে সমর্থ হবো।’
এসএম মোস্তফা রশিদীর (খুলনা-৪) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীর সামনে এবং আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সরকার দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর আবশ্যিকভাবে ২০ নম্বরের প্রশ্নপত্র অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতে এ বিষয়ক ১০০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’