বালাগঞ্জের সেই শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল বদলী

anwarulসুরমা টাইমস ডেস্কঃ সিলেটি লন্ডনীদের নিয়ে কটাক্ষ করে বক্তব্য প্রদান এবং হিন্দু ধর্মালম্বীর শিক্ষকদের ‘মালাউন’ বলে গালি দেয়ায় বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেই আনোয়ারুল ইসলামকে অনত্র বদলি করা হয়েছে। রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি অফিস থেকে বদলি সংক্রান্ত এক আদেশের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় স্বপদে বদলি করা হয়। এদিকে শিক্ষা কর্মকর্তাকে চাকুরিচ্যুত ও দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শনিবারে সংবাদ সম্মেলন করে। তাছাড়া শিক্ষা কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ মানববন্ধন সমাবেশ করা হয় সহ প্রশাসনের বিভিন্ন স্থরে স্বারকলিপি দেয়া হয়। সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী শিক্ষা কর্মকর্তার বদলির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার ডিজি অফিস থেকে প্রেরিত আদেশের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলায় বদলি করা হয়েছে। রবিবার বিকেলে শিক্ষা কর্মকর্তার বদলীর খবর জানার পরই উপজেলার বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতারা স্থানীয় বাজার গুলোতে মিষ্টি বিতরন করেছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে বালাগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে আনোয়ারুল ইসলাম চাকরীতে যোগদানের পর অনিয়ম-দূর্নীতি কারনে তাকে বদলী করা হয়। গত বছরের ১৩ জুলাই পুনরায় শিক্ষা অফিসার হিসেবে বালাগঞ্জে যোগদানের পর পরীক্ষায় ফি বাবত টাকা আতœসাৎ, গ্রেডেশনের নামে শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায় করার অভিযোগ উঠে। তাছাড়া পরিক্ষার প্রশ্ন পত্রে স্বাধীনতা ও বাংলাদেশের নাম নিয়ে বিভ্রান্তি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নিকঠ তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়। গত ১১ জানুয়ারী শিক্ষকদের এক কর্মশালায় শিক্ষা কর্মকর্তা সিলেটিদের নিয়ে কুটূক্তি করে বলেন, কাপড় কেনার সাধ্য না থাকায় সিলেটিরা প্রথমে ল্যাংটি পরে লন্ডনে গিয়েছিলেন। ১৩ জানুয়ারী শিক্ষা কর্মকর্তার কাছে পৌষ সংক্রান্তির ছুটি চাইতে গেলে তিনি উত্তেজিত হয়ে হিন্দু ধর্মালম্বী শিক্ষকদের “মালাউন” বলে গালি দিয়ে দেশে-বিদেশে আলোচিত হন।