বালাগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সম্পন : কামাল কনা প্যানেল বিজয়ী

5.6.14এসএম হেলাল, বালাগঞ্জ: বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার অনুষ্টিত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে কামাল কনা প্যানেল, আফতাব আহমদ প্যানেলকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদে বর্তমান কমান্ডার আফতাব আহমদক ৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মুক্তিযোদ্ধা মো. কামাল কনা কমান্ডার পদে নির্বাচিত হন। মো. কামাল কনার প্রাপ্ত ভোটের পরিমান ৩০। আর তাঁর প্রতিদ্বন্ধি আফতাব আহমদ পেয়েছেন ২৭ ভোট।
সম্প্রতি সারাদেশের ন্যায় ওসমানীনগর বালাগঞ্জে ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুইটি প্যানেলের মধ্যে জমজমাট নির্বাচনী প্রচারণা জমে উঠে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা মুক্তিযোদ্ধাদের দ্বারে দ্বারে রাতদিন প্রচারণা চালান। বিজয়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদে মুক্তিযোদ্ধা মো. কামাল কনা। এই প্যানেলে ডেপুটি কমান্ডার পদে মালিকুল ইসলাম, সহকারি কমান্ডার সাংগঠনিক পদে নজরুল আলম খান, সহকারি কমান্ডার (পুর্নবাসন, সমাজকল্যান, শহীদ ও যুদ্ধাহত) সুনীল চন্দ্র দাস, সহকারি কমান্ডার (তথ্য ও প্রচার) আজিজুর রহমান, সহকারি কমান্ডার (অর্থ) আব্দুস সফিক, সহকারি কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতিক) আশরাফুল ইসলাম, সহকারি কমান্ডার (দপ্তর ও পাঠাগার) আব্দুছ ছত্তার ছতই, সহকারি কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যান) আছন আলী। কার্যকরি সদস্য পদে ইছকন্দর আলী ও নিপেন্দ্র কুমার বিশ্বাস। উল্লেখ্য মোট ৭২জন ভোটারের মধ্যে ৫৭ টি ভোট কাস্ট হয়। এছাড়া ৭২জন মুক্তিযোদ্ধা ভোটারের মধ্যে ৩জন সাবেক সংসদ সদস্য রয়েছেন।