সিলেটে ট্রাকভর্তি কাঠসহ আটক ২
সুরমা টাইমস ডেস্কঃ এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ২জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলা পীরেরগাও সাহেবের বাজার এলাকা থেকে কাঠ উদ্ধারের পাশাপাশি ওই ২ জনকে আটক করা হয়। এ সময় পিকআপ বর্তি আকাশি কাঠ পুলিশ জব্দ করে। পুলিশ জানায়, কাঠ পাচারকারীরা ভোরে কাঠ নিয়ে পালিয়ে যাও্য়ার সময় এয়ারপোর্ট থানার এসআই রফিক উদ্দিনের নেতৃত্ব সিলেট-ন ১১-১৬৪২ নম্বর পিকআপসহ কাঠ জব্দ ও ২ জনকে আটক করেন । আটককৃতরা হলো, গোয়ানঘাট উপজেলার রাতারগুল গ্রামের আবদুল হকের ছেলে আজমল ও একই উপজেলার রামনগর গ্রামের তাজুল ইসলামের ছেলে দিলাল উদ্দিন ।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানান, কাঠ পাচারকারীরা চোরাইকৃত কাঠগুলো নিয়ে পালানোর সময় পুলিশ কাঠসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা নম্বর-১৩ (০১) ১৫ রুজু করা হয়েছে ও আটককৃতদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।