সিলেটে দলিল লেখকদের কলমবিরতি, সড়ক অবরোধ

nokol nobis picডেস্ক রিপোর্ট :: বকেয়া বেতন ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে সিলেট দলিল রেজিস্ট্রেশন বিভাগের উদ্যোগে কলমবিরতি, রাস্তা অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। রোববার নগরীর রেজিস্ট্রি মাঠ সংলগ্ন সাব রেজিস্ট্রি অফিসে এ কলমবিরতি ও রাস্তা অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বেলাল আহমদ মুরাদের পরিচালনায় অবরোধ চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলনবিশ নেতা আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলনবিশ নেতা জুনেদ আহমদ, নিজাম আল দ্বীন, সিরাজুল ইসলাম, হাফেজ আনহার আলী, তপন কান্তি দে, প্রদিপ দে প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ভুমি রেজিস্ট্রেশন বিভাগের নকলনবীশগণ দীর্ঘ দিন থেকে অক্লান্ত পরিশ্রম ও যত্নের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে তাদের। কিন্তু অনেক দিন ধরে তারা চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে নিম্ন মুজুরী দ্বারা তাদের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।