পিএসসি পরীক্ষায় সিলেটে পাশের হার ৯৬ দশমিক ৫০
সুরমা টাইমস ডেস্কঃ প্রথিমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে। এবার সিলেটে পাশের হার ৯৬ দশমিক ৫০ ভাগ। সিলেটে ১ লাখ ৯২ হাজার ৭১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করে ১ লাখ ৮৫ হাজার ৯৭৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭৪২ জন।
বিভাগের মোট পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ৬৬ হাজার ৪৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৬২ হাজার ৭১১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪ দশমিক ৩৪।
মৌলভীবাজার জেলায় ৩৮ হাজার ৫৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৩৭ হাজার ৫৫২ জন। পাশের হার ৯৭ দশমিক ৪৫। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী।
সুনামগঞ্জ জেলায় ৪১ হাজার ৩৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৩৯ হাজার ৫৯৯ জন। পাশের হার ৯৫ দশমিক ৭১। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১০ জন শিক্ষার্থী।
হবিগঞ্জ জেলায় ৪৬ হাজার ৩৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৪৬ হাজার ১১৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৯৯ জন শিক্ষার্থী। পাশের হার ৯৩ দশমিক ০৩।