সুরমা টাইমস ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সিলেটে বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৫৭ ভাগ।
সিলেট শিক্ষা বোর্ড ১ লাখ ৯ হাজার ৪৮৫ জন পরিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২৫৫ জন শিক্ষার্থী পাশ করেছে। এবার জিএসসিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৪৮ হাজার ২৬০ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৪ হাজার ১০২জন পরীক্ষা কৃতকার্য হয়েছে। তাদের পাশের হার ৯১ দশমিক ৩৮ ভাগ। ৬১ হাজার ২২৫ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ১৫৩ জন কৃতকার্য হয়েছে। তাদের পাশের কার ৯১ দশমিক ৭২ ভাগ।
জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১০জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৮৮০ জন ছেলে ও ২ হাজার ১৩০ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।