৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

আওয়ামী লীগের সমবেশে জয় থাকছেন

al_bnpনিউইয়র্ক থেকে এনা: দেশের ন্যায় প্রবাসেও আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সেই উত্তেজনার অংশ হিসাবেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপি ৫ জানুয়ারি পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে এবং যক্তরাষ্ট্র বিএনপি ওয়াশিংটনে হোয়াইট হাউজ এবং নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
রাজনৈতিক দল হিসাবে জামায়াত- শিবিরকে নিষিদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সমর্থনে যুত্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অন্যদিকে ৫ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্রের হত্যা দিবস হিসাবে উল্লেখ করে একই দিন ওয়াশিংটন হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে। একই সাথে যুক্তরাষ্ট্র বিএনপি নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এবং বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং কন্স্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এনাকে জানান, বাংলাদেশে জামায়াত এবং শিবিরকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায়কে কার্যকর করার সমর্থন আদায়ে আমাদের এই সমাবেশ। এই সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। তিনি বলেন, সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এনার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা সবিজ ওয়াজিদ জয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সজিব ওয়াজিদ জয় বর্তমানে আমেরিকায় অবকাশ যাপন করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম জানিয়েছেন, স্টেট ডিপার্টমেন্টের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা সজিব ওয়াজিদ জয় থাকবেন এবং বক্তব্য দেবেন। তিনি আরো বলেন, সমাবেশে অংশ নেয়ার জন্য নিউইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলীন, ওজনপার্ক, জ্যামাইকা ও জ্যাকসন হাইটস থেকে ৭টি বাস, নিউজার্সি ও ফিলাডেলপিয়া থেকে ১টি বাস যাবে। এ ছাড়াও ওয়াশিংটন, মিশিগান, ফোরিডা, শিকাগো, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ অন্যান্য স্টেট থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বহির্বিশ্ব বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে অভিহিত এবং মধ্যবর্তী নির্বাচনের দাবি করে আমেরিকাসহ সারা বিশ্বে বাংলাদেশ দূতাবাস ও কন্স্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং বহির্বিশ্ব বিএনপির আহবায়ক আব্দুল লতিফ স¤্রাট এনাকে জানান, ৫ জানুয়ারি বিএনপির পক্ষ থেকে ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে এবং নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সমানে বিক্ষোভ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এনার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করা হবে দুপুর ১২ টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত। অন্যদিকে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ জানুয়ারি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, জাপান, সিঙ্গাপুর, কোরিয়াসহ অন্যান্য দেশের দূতাবাসের সামনে সেই দেশের সময় অনুযায়ী দুপুর ১২টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশে চলবে।