ইলিয়াস গুমের পর প্রধানমন্ত্রীর মানবিক আশ্বাসের প্রতিফলন ঘটেনি : ফান্সে আসকির আলী
ইলিয়াস আলীর ছোট ভাই ও স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক এম আছকির আলী বলেছেন, প্রধানমন্ত্রী রাজনীতির উর্ধ্বে মানবতা উল্লেখ করে ইলিয়াস আলীকে খুজে বের করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাসে এখনো প্রতিফলন ঘটেনি। দীর্ঘ দুই বছরেও ইলিয়াস আলীর সন্ধান মেলেনি। তিনি বলেন, নিখোজ এ বিএনপি নেতার ভাগ্যে আসলে কী জুটেছে এখনও জানতে পারেনি কেউ। প্রিয়জনের এমন গুম হওয়ার ঘটনায় এখন কাদছে মা, স্ত্রী সন্তানও ঘনিষ্টজনরা। দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের প্রসার ও টিপাইমূখ বাদ বিরোধী আন্দোলনে অসামান্য সফলতার কারনেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে। তিনি গত বুধবার ফ্রান্সের অভারবিলিয়েল’র একটি হলে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ-ফ্রান্স আয়োজিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ-ফ্রান্সের আহবায়ক এম মজিদ আলী। ফ্রান্স বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহেদ আলীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির আহবায়ক সৈয়দ সাইফুল রহমান, সাবেক সহ-সভাপতি মিজানুর শিকদার, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন, সিরাজুল ইসলাম মিয়া, হাজী জালাল খান, আমিনুর রশিদ টিপু, সিলেট জেলা তাতি দলের নেতা রাজা আহমদ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা তাহেক আহমদ তাজ, ওসমানী নগর থান ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ ডালিম হোসেন, শাহিন আহমদ, আকতার মিয়া, জাকির আহমদ প্রমূখ।