তাহিরপুরে এক মাদক ব্যবসায়ী আটক
কামাল হোসেন,তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় অফিসার চয়েজ ৫ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমূলতলা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (দিলু) (৩০)। পুলিশ ও এলাকবাসী সূত্রে জানাযায়, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার সময় ভারতীয অফিসার চয়েজ ৫টি মাদের বোতল প্রতিদিনের মত বিক্রি করতে কামড়াবন্দ গ্রামের ৩ রাস্তার মোড় আবুল হোসেনের দোকানের সামনে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁিড়র এ এস আই বিপুল কুমার সিনহা তাকে আটক করে। এব্যপারে তাহিরপুর থানার ওসি আনিছুর রহমান খান বলেন, মাদক ব্যবসায়ী দিলুর বিরোদ্ধে বিশিষ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।