দক্ষিণ সুরমায় সিএনজি ষ্টেন্ডে হামলা – ভাংচুর : দেড় ঘন্টা সড়ক অবরোধ
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ অটো রিক্সা সিএনজি ষ্টেন্ডে হামলা চালিয়ে চারটি গাড়ি ও অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। হামলা ও ভাংচুরের ঘটনায় সিএনজি চালকরা তাৎক্ষনিক কামাল বাজার সড়ক অবরোদ্ধ করে রাখেন। প্রায় দেড় ঘন্টা পর দক্ষিণ সুরমা থানার অফিসার্স ইনচার্জ খাইরুল ফজল ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ চলাকালে দক্ষিণ সুরমার ষ্টেশন রোড ও বাস টার্মিনাল রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে দুর্বৃত্তদের হামলার কারণ জানা যায়নি। এ ঘটনায় সিএনজি চালকদের পক্ষ থেকে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। থানার অফির্সাস ইনচার্জ ঘটনার স্বত্ততা স্বীকার করেছেন।
কামাল বাজার সিএনজি এষ্টেন্ডের সভাপতি শিপন আহমদ ও সাধারণ সম্পাদক সাদেক মিয়া জানান, মাদকসেবী ইকবাল, জয়নাল, বেলাল ও জামাল দুটি মটর সাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে শ্রমিকদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে টাকা লুটকরে। ভাংচুর করো সংগঠনের সাইনবোর্ডও। যাওয়ার সময় ষ্টেন্ডে রাখা সিলেট-থ-১২-১৫১০, সিলেট-থ-১২-৭৯৬৮, সিলেট থ-১১-৭৬৩৪ ও সিলেট থ-১১-৪৯১৯ গাড়িটি ভাংচুর করে। এ সময় শ্রমিকরা প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার শ্রমিকরা তাৎক্ষনিক সিলেট-কামাল বাজার সড়ক অবরোধ করেন। শুরু হয় তীব্র যানজট। প্রায় দেড় ঘন্টা পর দক্ষিণ সুরমা থানার অফিসার্স ইনচার্জ খাইরুল ফজল, মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান মখন মিয়া, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, জেলা অটো টেম্পু অটো রিক্সা চালক ও শ্রমিক (২০৯৭) জোটের চেয়ারম্যান মতছির আলী ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনোরুধে অবরোধ প্রত্যাহার করা হয়। এ সময় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে দু®কৃতকারীদের গ্রেফতারের আশ্বাস দেন। এ ঘটনায় কামাল বাজার সিএনজি এষ্টেন্ডের সভাপতি শিপন আহমদ বাদী দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফির্সাস ইনচার্জ খাইরুল ফজল জানান, লিখিত অভিযোগ পেয়েছি, যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।