তরুণদের নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করলো স্পারকিং ড্রিম কাতার

Sparking Dreamআনোয়ার হোসেন মামুন,কাতার থেকেঃ Save the dignity of Bangladesh, এই লক্ষ্যে কে সামনে রেখে কাতারে বুকে এই প্রথম বার স্পারকিং ড্রিমের আয়োজনে বিজয় দিবস ২০১৪ ও কাতারের জাতীয় দিবস উদযাপন করলো এক ঝাক তরুণ । বাংলাদেশের বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস কে কেন্দ্র করে কাতারে বাংলাদেশী প্রবাসী যুব সমাজ এক হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড আর দুই দেশের জাতীয় পতাকা নিয়ে কাতার শহরের রাস্তায় এ যেন এক বাংলাদেশ এর তারুন্যের মেলা । Sparking Dream 1এই অনুষ্ঠানের সহযোগিতা ও সহযোগি সংগঠন হিসেবে কাজ করেছেন ভায়োলেট স্টোডিও, বাংলাদেশ প্রেস ক্লাব কাতার । বাঙ্গালীর সেই চির চেনা সাহসিক উদ্যোগে এই তারুন্যের মেলা কাতারের বুকে ইতিহাস সৃষ্টি করা শোভা যাত্রাটি আয়োজনের স্পারকিং ড্রিমের সদস্যরা হলেন রেজওয়ান বিশ্বাস নিলয়, হোসেন এম এ মুরাদ, পান্না খান, শেখ রিয়াজ, ইব্রাহিম,শামস শাহীন, মোঞ্জুরুল, রেজায়ুল, মামুন, রনি, মনির, মোহাম্মদ ইব্রাহিম সহ আরো অনেকে, ভায়োলেট স্টোডিও এর নীর চৌধুরী ও তার দল, বাংলাদেশ প্রেস ক্লাব কাতারে সভাপতি শরিফ উদ্দিন সন্দিপি, উপদেষ্টা জি এম আকাশ, ইউসুফ আব্রাহাম লিংকন, মাহমুদ চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী,আনোয়ার হোসেন মামুন প্রমুখ । আয়োজকরা বলেন আগামীতে ও কাতারে আসা তরুণ প্রজন্মদের নিয়ে বাংলাদেশের সকল জাতীয় দিবস উদযাপন করা হবে ।