মিলানে বিজয় দিবসের আলোচনা সভা করেছে সমাজ কল্যাণ মহিলা সমিতি

news pi-3নাজমুল হোসেন,মিলান ইতালি থেকেঃ ইতালির মিলানে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে সমাজ কল্যাণ বাংলাদেশ মহিলা সমিতি। ২০ ডিসেম্বর শনিবার দুপুর ১ টায় স্থানীয় একটি হলরুমে সমিতির সভাপতি লিপি আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদিকা নিতু ফারজানার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম। সমবেত জাতীয় সংগীত পরিবেশন শেষে আলোচনায় সভায় বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া যুবলীগের সভাপতি খান মামুন,সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার,সরওয়ার হোসেন মুল্লা,সাংবাদিক পারভেজ আহমেদ পাপ্পু, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি একে রুহুল সান,মহিলা সংগঠনের সহ সভাপতি কামরুন্নেছা চায়না,জেসমিন আক্তার,দিলরুবা বিথী,উপদেষ্টা দিলরুবা জাহান,সাংগঠনিক সম্পাদক কানিজ নাজমা,প্রচার সম্পাদক আসমা জাকির,পুতুল আক্তার প্রমুখ।

বক্তারা মহান বিজয় দিবসের আলোচনায় বলেন,দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটিতে আনন্দের পাশাপাশি বেদনাও বাজবে বাঙালির বুকে। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করবে জানা-অজানা সেসব শহীদকে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। বাঙালি জাতির জীবনে আজ এক আনন্দের দিন। এমনি এক দিনের প্রতীক্ষায় কেটেছে বাঙালির হাজারো বছর। বহু কাঙ্ক্ষিত সেই দিনটির দেখা মিলেছিল ইতিহাসের পাতায় রক্তিম আখরে লেখা এক সংগ্রামের শেষে ১৯৭১ সালে, ১৬ ডিসেম্বর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের নারী কেয়া ফারজানা রুপা,ফেরদৌসী হেপি,আয়শা আক্তার লুবনা,ইতি আক্তার খালেদা বেগম,নাসিমা আলম সহ অনেকই। ইর
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী নিতু ফারজানা,সুহাগ ও সিরাজুল ইসলাম। পরিশেষে আগত সকলকে দুপুরের আপ্পায়ন করানো হয় সমিতির পক্ষ থেকে।