শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চাবিকাঠি : আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চাবিকাঠি। দেশকে এগিয়ে নিতে শ্রমিকদের কোন বিকল্প নেই। তাই বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল শনিবার বিকালে জকিগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম শিরুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস শহিদ এবং আব্দুস সুবহানের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু। সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হকের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচীত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুকমান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল জলিল, দপ্তর সম্পাদক দলন রঞ্জন দেব। এছাড়া সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ ও তরুনলীগের বিপূল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে সদ্য প্রায়াত উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আপ্তাব উদ্দিন আলতার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় সিলেট জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির সুফিয়ান কৃষকলীগ নেতা আলতার পরিবারকে আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সম্মেলন শেষে জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান কমরুকে সভাপতি, শফিউল আলম মুন্নাকে সাধারন সম্পাদক ও আব্দুল মুকিতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। একই সাথে কার্যকরী সভাপতি হিসেবে সজল বর্মণ, সিনিয়র সহ সভাপতি আব্দুস শহিদ, গিয়াস কামাল, যুগ্ম সম্পাদক হিসেবে আব্দুস ছুবহান মেম্বার, আব্দুল কাদির ও কাওসার আহমদ কয়েছের নাম ঘোষনা করা হয়।