ইতালির ন্যাপলিতে প্রবাসী বাংলাদেশী মোক্তারের মৃত্যু

bandicam 2014-12-10 16-33-34-555নাজমুল হোসেন,ইতালি থেকেঃ ইতালির ন্যাপলিতে দীর্ঘদিন পরে বৈধতা পেয়ে দেশে ফেরা হলো না মোক্তারের। মোক্তারের দেশের বাড়ি নারায়নগঞ্জ। তার মা বাবা,স্ত্রী সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে চিরকালের জন্য চলে গিয়েছেন না ফেরার দেশে। গত ৪ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৭ টায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়,মো মোক্তার হোসেন অনেক দিন থেকে ইতালির ন্যাপলিতে বসবাস করছেন। কাগজ না থাকার কারণে তিনি দেশে যেতে পারছিলেন না। এই বছর তিনি ইতালিতে বৈধতা পেয়ে আগামী জানুয়ারী মাসে দেশে যাওয়ার জন্য টিকেট ও করে ছিলেন।
অনেক দিন পরে দেশে যাবেন তাই দেশের সব আতীয় স্বজনদের জন্য প্রতিদিন কাজ থেকে ফেরার পথে টুকটাক করে জিনিস পত্র কিনে নিয়ে আসতেন। গত ৪ ডিসেম্বর সকলের সাথে রাতে আড্ডা দিয়ে রুম মেটদের সাথে আলাপচারিতা শেষ করে নিজ নিজ বেডে সকলেই গুমাতে চলে যান। সকালে গুম থেকে উটে অন্যান্য দিনের মত মোক্তার হোসেন ওরফে মুক্তু ( সহপাঠীদের দেওয়া নাম ) কোনো টুংটাং শব্দ না পেয়ে মুক্তু ভাইকে ডাকতে গিয়ে দেখা যায় উনি চলে গেছেন না ফেরার দেশে। তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি………… রাজেউন) .
সক প্রবাসী উনার আত্মার মাগফেতার কামনা ও মরহুমের জন্য দোয়া কামনা করছেন।
মরহুমের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায় .