শিববাড়ি থেকে বিষ্ণু মূর্তি ও দান বাক্স চুরি

bishnu murtiদক্ষিণ সুরমা সংবাদদাতাঃ দক্ষিণ সুরমার গোটাটিকরের শিববাড়ি দেবতা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীররাতে দুর্বৃত্তরা ওই মন্দির থেকে বিষ্ণুমূর্তি, রাধা রাণীর নেকলেস, হাতের বালা ও কানের দুল নিয়ে গেছে। এছাড়া ওই মন্দিরের দান বাক্সও চোররাা নিয়ে গেছে। মন্দিরের বৈষ্ণব বিশ্বরুপ গোস্বামীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এক দল দুর্বৃত্ত মন্দিরের পশ্চিমের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। চোররা চুরি করার সময় দেবতার ঘর তছনছ করেছে বলেও জানা গেছে। স্থানীয়রা জানান, মন্দিরের দান বাক্স থেকে প্রায় ৫/৬ হাজার টাকা নিয়ে যায়। ভোর সাড়ে ৫টার দিকে বৈষ্ণব বিশ্বরুপ ঘুম থেকে উঠে দেবতার ঘর এলোমেলো দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। চোর দল ঘটনাস্থলে একটি বড় রেঞ্জ, রড ও একটি ট্রাউজার ফেলে যায়। এ বিষয়ে মোগলাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোগলাবাজার থানার ওসি শফিকুর রহমান সবুজ সিলেটকে জানান, মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এটা আমি শুনেছি। তিনি বলেন, এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি নিয়ে তদšল্প সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।