মানব সেবায় সদা সচেষ্ট ভূমিকা রেখে আসছে রামকৃষ্ণ মিশন-কামরান
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মানব সেবায় রামকৃষ্ণ মিশন সবার চেয়ে এগিয়ে। এই মিশন প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, দূর্ঘটনায় সদা সচেষ্ট ভূমিকা রেখে আসছে। ধর্মীয় সেবায় নিরলসভাবে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। সিলেটে চিকিৎসা ও মানব কল্যাণে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসার দাবীদার।
তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীরামকৃষ্ণদেবের ১৮১তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষ্যে ৪দিন ব্যাপী অনুষ্ঠান মালার ১ম দিনে ৬০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শ্রী বিমলেন্দু দের সভাপতিত্বে ও অরূপ বিজয় চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা: কল্লোল, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহীদু ইসলাম, ডাঃ সুধাময় মজুমদার, স্বামী মহাপূণ্যানন্দ। বিজ্ঞপ্তি