তথ্যপ্রযুক্তির কল্যাণে আমাদের প্রাণের পত্রিকা বিশ্বদরবারে হাজির হচ্ছে-আব্দুল মোমেন

Caption- Other Paperxsদেশের প্রাচীনতম সাহিত্যপত্রিকা আল-ইসলাহ’র ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি  ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, আল-ইসলাহ আমাদের শেকড়, আল-ইসলাহের সাথে আমাদের প্রাণের টান। ছোট বেলায় আমার মা ঘরে বসে উচ্চস্বরে আল-ইসলাহ পড়তেন, আমরা শোনতাম। আজও  সেই আওয়াজটা কানে ভাসে। প্রবাসে যখন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কথা মনে পড়ে, গর্বে বুকটা ভরে ওঠে । আমাদের প্রাণের পত্রিকা আল-ইসলাহ আজ বিশ^ দরবারে হাজির হচ্ছে তথ্যপ্রযুক্তির কল্যাণে।  দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৩ বর্ষের সাহিত্য পত্রিকা  আল-ইসলাহ’র ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমুসাসের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজ। আল-ইসলাহ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেমুসাসের সহ-সভাপতি আ ন ম শফিকুল হক, সহ-সভাপতি আজিজ আহমদ সেলিম,  সহ-সভাপতি আবদুল হামিদ মানিক, সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাঠাগার সম্পাদক প্রভাষক নাজমুল আনসারী, সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, রাজনীতিবিদ দেওয়ান গৌছ সুলতান, গল্পকার সেলিম আউয়াল, গবেষক সৈয়দ মবনু প্রমুখ । (বিজ্ঞপ্তি)