ঢাকায় ভারতের এনআইএ প্রতিনিধি দল
সুরমা টাইমস ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিনিদি দলের দুই সদস্য। এরপর অন্যআরেকটি ফ্লাইটে বাকি দুইজনও ঢাকায় পৌঁছেন।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) আব্দুস সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিমবঙ্গের ওই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে এনআইএ প্রতিনিধি দল।