প্রধানমন্ত্রীর উন্মোচন করা নামফলক ধ্বংস : দুর্বৃত্তপনা; নাকি দুর্ঘটনা?

PM Hasinas name plateসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনে বাগানের সামনে থাকা প্রধানমন্ত্রীর উন্মোচন করা নামফলক ভেঙে পড়েছে। গতকাল বুধবার সিটি করপোরেশন কর্তৃপক্ষের নজরে পড়ে। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতের বেলা সেটি ভেঙেছে। এটি দুর্বৃত্তপনা না দুর্ঘটনা? এ প্রশ্ন ওঠেছে। তবে সিটি করপোরেশন দাবি করছে, ময়লাবাহী ট্রাক অসতর্ক চলতে গিয়ে এটি ভেঙেছে। এ দাবি সত্য হলেও এ নিয়ে প্রশ্ন ওঠেছে, তাহলে কি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজনের নাম অঙ্কিত ফলক অবহেলায় ছিল? খবর পেয়ে গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ভেঙে যাওয়া নামফলকটি দ্বি-খন্ডিত হয়ে গেছে। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা হানিফসহ কয়েকজন কর্মকর্তাকে ঘটনাস্থলে ছুটে যান। এসময় বাগানের সমনের ভাঙা ওই নামফলকটি সংস্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সন্ধ্যায় ফলকটির সংস্কার কাজ শুরু হয়।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, তিনি শুনেছেন ট্রাকের ধাক্কায় এটি ভেঙে গেছে। মেয়র প্রধান নিবার্হী কর্মকর্তাকে চিটি দিয়ে নামফলক পূর্ণস্থাপন করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা শিকার করেন তিনি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, এটা একটা দর্ঘটনা। রাতে বর্জ্যের গাড়ির ধাক্কায় এটা ভেঙে যায়। গাড়ি চালক বিন্দুর গাড়ির ধাক্কায় তা ভেঙে গেছে। চালক বিন্দু তা শিকার করেছেন জানিয়ে তিনি বলেন, নামফলক ভেঙে যাওয়ার ঘটনায় একজন নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে ৩ সদস্যের কমিটিও ঘটন করা হয়। নামফলকের সংস্কার চলছে আজ তা সম্পন্ন হবে বলে জানান তিনি। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নামফলকটি ভেঙে যাওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ ঘটনায় তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরী ভিত্তিতে নামফলকটি একইস্থানে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।