রাবার শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে সিলেট নগরিতে প্রতিবাদ মিছিল অনুষ্টিত

20141111_164947রাবার শ্রমিক সংঘের সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য জয়মাহাত্য কুর্মিকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় জড়িয়ে গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। গতকাল রাবার ও চা শ্রমিক সংঘের উদ্যেগে মালনি ছড়া বাগানে এক বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। তারা বাগানের বিভিন্ন লেন প্রদক্ষিন করে মালনিছড়া বাগানের ভিতরে এক সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক সংঘের নেতা রাধামনি মুন্ডা। বক্তব্য রাখেন সংকর নায়েক, বাসুদেব, মোঃ জামাল মিয়া, সুজন আহমদ, মিলনমুন্ডা প্রমুখ। তারা ষড়যন্ত্র মূলক ভাবে হত্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নি:শর্ত মুক্তি দাবি করেন। জয়মাহাত্য কুর্মিকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ দেশব্যাপি প্রতিবাদ মিছিল করে। উক্ত প্রতিবাদ মিছিল কর্মসূচির অংশ হিসাবে সিলেট নগরিতেও এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অুনষ্টিত হয়। জেলা রেজিষ্টারী মাঠ প্রাঙ্গনে জমায়েত হয়ে বের হওয়া মিছিল চৌহাট্টা পয়েন্টে সমাপ্ত হয়। সমাপনি বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশ থেকে ষড়যন্ত্রমূলক সাজানো মামলা প্রতাহার করে নি:শর্ত মুক্তি দাবি করা হয়। বিজ্ঞপ্তি