শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় দুর্নীতি ও অনিয়মের কারনে মানববন্ধন

বিপ্লব রায় শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদর হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুখলাল সরকারের চিকিৎসা সেবায় দুনীতি ও অনিয়মের কারনে শাল্লাবাসীর মানববন্ধন। গতকাল বেলা ১ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে অংশ গ্রহন করেন শাল্লার অসংখ্য জনগন। মানববন্ধন শেষে সভায় অজয় তালুকদারের পরিচালনায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু। সভাপতির বক্তব্যে তিনি বলেন , শাল্লা উপজেলার মানুষ চিকিৎসা নিয়ে জনদুর্ভোগে পড়েছে। বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌছে দিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। কিন্তু সরকারের দেয়া সেসব পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে চিকিৎসা নামধারী অসাধু কর্মকর্তাগন ও ডাঃ সুখলাল সরকার। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শাল্লা উপজেলার প্রায় দেড় লক্ষ মানুষ। প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলেও না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যস্থাপনায় অনিয়ম থ্াকায় চিকিৎসা নিতে আসা ইনডোর ও আউটডোরের রোগীরা সময়মতো ডাক্তার পাচ্ছেনা। এছাড়াও সরকারী ঔষধ রোগীদের মাঝে সরবরাহের ক্ষেত্রেও নানা রকম জটিলতার সৃষ্টি হওয়ায় বাজার থেকে ঔষধ কিনতে হচ্ছে রোগীর স্বজনদের। এমনকি হাসপাতালের বর্তমান চিকিৎসকেরা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিয়মকে তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশিমতো আসা যাওয়া করছেন। তাই তাদের দুর্নীতি ও অনিয়মোর কারনে শাল্লাবাসী অনেক পিছিয়ে রয়েছে। হাসপাতালের অসাধু কর্মকর্তাগনের হাত থেকে শাল্লাবাসীকে রক্ষা করতে সচেতন নাগরিক জেগে উঠেছে। সভায় আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, পলাশ সরকার, সাইফুর রহমান, জুবু পুরকায়স্থ, অরুপ রায় প্রমুখ।