বিশ্ব এইডস দিবস ২০১৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

SONY DSCবিশ্ব এইডস দিবস ২০১৪ উদযাপন উপলক্ষ্যে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর সৌজন্যে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি (বেস) এর উদ্যোগে গতকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে আলোচনা সভা ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি (বেস) এর এর পরিচালক রুকসানা বেগম এর সভাপতিত্বে ও মোঃ মেহরাব হোসেন জনীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, প্রধান বক্তার বক্তব্য রাখেন এডিসি জেনারেল এ. জেড. নুরুল হক, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্ডিপেন্ডেট টেলিভিশন সিলেট ব্যুারো প্রধান আল আজাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সিলেটের উপদেষ্ঠা নুরুন নাহার রেজী, ডাঃ গাজিউর রহমান, যুবদলীগ নেতা কবির আহমদ, যুবলীগ নেতা বাবলু আহমদ প্রমুখ।

গোল্ডেন ফ্রেন্ডস্ ও ভাটি বাংলা এর মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয় এবং পরে ট্রাইবেকারের মাধ্যমে ভাটি বাংলা জয় লাভ করে। সভায় বক্তারা বলেন, বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি (বেস) যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এইডস সচেনতার জন্য এর ধরনের কর্মসূচিতে সকলের এগিয়ে আসা প্রয়োজন। উল্লেখ্য আজ রোববার ৭ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে ক্বীন ব্রীজের নিচে সন্ধ্যা ৬টায় ফিল্ম শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি