দিরাই ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন

EMAIGদিরাই ছাত্র কল্যাণ পরিষদ এমসি কলেজের উদ্যোগে দিরাই উপজেলার পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গত ৫ ডিসেম্বর দিরাই ডিগ্রী কলেজে বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, আজকের শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদন করবে। সঠিক পরিচর্যার মাধ্যমে একটি কোমলমতি শিশুকে আদর্শ ও ন্যায়নিষ্ট মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

দিরাই ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আবু ছালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর ইসলাম মাস্টার, দিরাই কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান গোলাপ, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সাধারন সম্পাদক উজ্জল আহমদ, সৈয়দ আহমদ দুলাল, অসিম তালুকদার, মুশারফ হোসেন, উজ্জল আহমদ, সালমান হোসাইন, মান্না তালুকদার লিমন, প্রমথ তালুকদার, সাব্বির আহমদ, সজিব দাস, সুকান্ত হাজরা, সুবাস আহমদ, আবুল হাসান পাভেল, জাকির হোসেন, সুমন মিয়া, রাসেল, সাদ্দাম, সজল প্রমূখ।