প্রকাশ্যে ফরম বিতরণের আহবান জানালেন সিলেট ছাত্রদলের বিদ্রোহীরা
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নয়া পকেট কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী নেতারা বলেন, ফরম পূরণ করে ছাত্রদলের প্রাথমিক সদস্য হওয়ার কথা গঠণতন্ত্রে রয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটিতে কোন পদ পেতে ফরম পূরণ করতে হবে তা কোথায় উল্লেখ্য নেই। আর এটি সিলেট ছাত্রদলের ইাতহাসে এই প্রথম। আসলে পকেট কমিটির নেতারা বিগত আন্দোলনে রাজপথে না থাকায়, তৃনমুল ছাত্রদলের কর্মীদের সাথে তাদের কোন যোগাযোগ নেই। তাই তারা ফরম বিতরণ করে নেতাকর্মীদের সাথে পরিচিত হতে চাচ্ছেন। যা তুণমুল ছাত্রদলের কাছে হাস্যকর হিসাবে পরিনত হয়েছে। আমরা তাদের উদ্যেশ্য বলতেছি যদি আপনাদের সাহস থাকে তাহলে প্রকাশ্য ঘোষনা দিয়ে ফরম বিতরণ করুণ।
সোমবার রাতে নগরীর এক রেষ্ট্রিরেন্টে ছাত্রদলের বিদ্রোহী নেতাদের এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে নেতারা আরো বলেন, অবৈধ পকেট কমিটির নেতারা যে ধর্মীয় সংগঠন থেকে এসেছেন । সেই ধর্মীয় সংগঠন অনুসারে ছাত্রদলকে পরিচালিত করতে চাচ্ছেন। কিন্তু জাতীয়তাবাদী শক্তি বেচে থাকতে তাদেরর কে কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। তাছাড়া নয়া পকেট কমিটির সকল কার্যক্রম প্রতিহিত করার জন্য অতিতের মত আমরা এখনো ঐক্যবদ্ধ রয়েছি। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাক সৈয়দ সাফেক মাহবুব,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাক মাহবুবুল হক চৌধুরী,মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহফুজুল করিম জেহিন,জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ,মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন,দক্ষিণ সুরমা ছাত্রদলের সভাপতি কুহিনূর আহমদ, লোাকমান তালুকদার প্রমুখ।