জৈন্তাপুরে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন
জৈন্তাপুর প্রতিনিধিঃ দুর্বৃত্তের হামলায় জৈন্তাপুর উপজেলায় আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি ওই উপজেলার পূর্ব বাইট গ্রামের মৃত আব্দুজ জহিরের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর মাউন্ট এ্যাডোরা হাসপাতালে তিনি মারা যান। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, গত সোমবার রাতে উপজেলার চতুল বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল হান্নান। ফেরার পথে পূর্ববাইট গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।
গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার নগরীর মীরবক্সটুলা মাউন্ট এ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এ ব্যাপারে আগে একটি মামলা দায়ের করা হয়েছিল।