হরিপুরে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

14-09-2015 Jaintapur (17)জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কথাকাটাকাটির জের ধরে সোমবার রাত সাড়ে ৯টায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল বলে জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।
ঘটনাস্থল থেকে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন, আহতের সংখ্যা অর্ধশতাধিক হবে। তিনি বলেন, ২৫ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করছে বলে জানান জয়নাল।
এদিকে, সংঘর্ষের ফলে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতা ক্রয় নিয়ে দোকানদার ও ক্রেতার মধ‌্যে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে রাত ৯ টায় হরিপুর বাজারে বালিপাড়া ও হেমু হাউপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে পড়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল।
সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা ঘটনাস্থল থেকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।