কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন এলাকায় রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, সকালে ছকাপন এলাকায় রেল লাইনের উপর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।