মেয়েদেরকে মিস কল দিলেই জেল!

Missed-Callসুরমা টাইমস ডেস্কঃ মেয়েদেরকে মোবাইলে মিস কল দিয়ে হয়রানি করলে সোজা জেলে পাঠানো হবে। এমনই আইন করা হয়েছে ভারতের বিহার রাজ্যে। বিহার রাজ্যের সিআইডি ইন্সপেক্টর জেনারেল (আইজি) অরবিন্দ পান্ডে মঙ্গলবার এ ধরনেরই একটি আদেশ সম্বলিত নোটিশ সব জেলা পুলিশ সুপার ও সরকারি রেলওয়ে পুলিশ বরাবর পাঠিয়েছেন। নোটিশে এ ধরনের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও তড়িৎ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
পান্ডে বলেন, ‘কোনো নারীর মোবাইলে একাধিকবার মিস কল দেওয়া একটি গুরুতর অপরাধ। এতে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং তাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়। বিষয়টিকে আমরা আইপিসির সেকশন ৩৫৪ (১) ও (২) অনুযায়ী গোপন উদ্দেশ্য প্রণোদিত অপরাধ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে পান্ডে বলেন, ‘একবার বা দুইবার মিস কল দিলে তা অপরাধ হিসেবে গণ্য করা উচিৎ হবেনা। কিন্তু হয়রানির উদ্দেশে দুইবারের বেশি মিস কল দিলেই তা অপরাধ হিসেবে গণ্য হবে।’
সিআইডি পরিচালিত রাজের‌্য নারী পুলিশ স্টেশনের নারী পুলিশ কর্মকর্তাদের দুই দিনের এক প্রশিক্ষণ কর্মসূচি এবং গার্লস স্কুল ও কলেজগুলোতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালীন এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।