স্বৈরচারের হাত থেকে দেশকে বাঁচাতে ২০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে: কর্নেল অলি

col oli ahmadলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দেশে এখন গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র চলছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। স্বৈরচারের হাত থেকে দেশকে বাঁচাতে আগামী ২৮ এপ্রিল তিন সিটিতে ২০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সুচনা হয়েছিল উল্লেখ করে অলি বলেন, ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলমকে বিজয়ী করার মাধ্যম স্বৈরাচারী সরকারের পতন আন্দোলনের নতুন অধ্যায় শুরু হবে।
তিনি আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগকালে অনুষ্ঠিত পথ সভায় এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, সরকার দলীয় ক্যাডাররা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন না করলে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে না। সরকার ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এলডিপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা যেকোনো সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধ করবে।
অলি আহমদ বলেন, দেশ আজ রসাতলে গেছে। খুন, গুম, দুর্নীতি-দুঃশাসনে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। জীবনের নিরাপত্তা নেই, অন্যায়-জুলুমের বিচার নেই, মানুষের কথা বলার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নেয়া হয়েছে।
সকালে নগরীর ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে আতুরার ডিপো, জাংগাল পাড়া, হাজিপাড়া, চালিতাতলী, ওয়াজেদিয়া মাদ্রাসা এলাকা, নয়াহাট, অনন্যা আবাসিক এলাকা, কুয়াইশ রোড এলাকায় গণসংযোগ করেন।
এসময় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলম, মহানগর বিএনপি নেতা মোর্শেদুল আলম কাদেরী, বায়েজিদ থানা বিএনপি নেতা সামশুল আলম, গাজী মো. আইয়ুব খানসহ ২০ দলীয় জেটের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বিকাল ৪-৬ পর্যন্ত চট্টগ্রামের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় এলডিপির কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক সাংসদ নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ এলডিপির সভাপতি এ্যাডভোকেট কফিল উদ্দিন, বিএনপির সাবেক এমপি প্রার্থী শামসুল ইসলামসহ ২০ দলীয় জেটের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি