চাঁদাবাজি মামলায় যুবলীগ ক্যাডার পিযুষ দুই দিনের রিমাণ্ডে
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বহুল আলোচিত যুবলীগ ক্যাডার পিযুষ কান্তি দে’র দুই দিনের রিমাণ্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সাহেদুল করিম শুনানী শেষে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
তিনটি চাঁদাবাজির মামলায় ৩১ আগস্ট রাত ১০ টায় সিলেট নগরীর তালতলা হোটেল ইস্ট এন্ড থেকে যুবলীগ ক্যাডার পিযুষকে গ্রেফতার করে কতোয়ালি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালির লামাবাজার ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘২ সেপ্টেম্বর পিযুষকে আদালতে সৌপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করি। মঙ্গলবার আসামির উপস্থিতিতে শোনানী শেষে দুই দিনের পুলিশী রিমাণ্ড মঞ্জুর করা হয়।’
এদিকে, গ্রেফতারের পর থেকে যুবলীগ নেতা পিযুষ কান্তিকে অসুস্থতা দেখিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত গত ১৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য পিযুষ কান্তি দে-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।