মুক্তাক্ষরের সাকিব জুনিয়র ক্লাইমেট চেম্পিয়ানে প্রথম

Sakibসুরমা টাইমস রিপোর্টঃ এইচ এস বিসি ও ডেইলিষ্টার আয়োজিত গত ১৯ সেপ্টেম্বর জুনিয়র ক্লাইমেট চেম্পিয়ান ২০১৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেট শাহী ঈদগাস্থ স্কলার্স হোম স্কুল এন্ড কলেজে। শত শত শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতার বিষয় ছিল বক্তৃতা, কুইজ, প্রজেক্ট ও ছবি আঁকা। এই প্রাঞ্জল প্রতিযোগিতায় মুক্তাক্ষরের শিক্ষার্থী সাকিব আহমেদ অংশ গ্রহন করে কুইজ, বক্তৃতা ও বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনে। তার প্রজেক্টের বিষয় ছিল ‘বাতাসের সাহায্যে সেচ প্রকল্প’। বিকেলে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হলে বিজ্ঞান প্রজেক্টে প্রথম স্থান অর্জন করে সাকিব আহমেদ। আগামী ৩১ অক্টবর ন্যাশনাল রাউন্ড জুনিয়র ক্লাইমেট চেম্পিয়ান ২০১৪ প্রতিযোগিতা ঢাকায় ডেইলি ষ্টার সেন্টার নজরুল ইসলাম এভিনিউতে অনুষ্ঠিত হবে। সাকিব আহমেদের পিতা নাহিদ আহমেদ ও মা শিপু আহমেদ। সে সিলেটের আনন্দ নিকেতন স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য যে, সাকিব আহমেদ বিজ্ঞান প্রজেক্ট বাতাসের সাহায্যে সেচ প্রকল্পের নির্মানটি অন্যান্য প্রতিযোগিতায় উপস্থাপন করে প্রশংসিত হয়।