প্রত্যেক সামাজিক সংগঠনের উচিত এতিমদের কল্যাণে এ রকম কাজ করা

—–ভাষাসৈনিক অধ্যক্ষ মাওলানা মাসঊদ খান

sa iftar copyসিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত রায়নগর শিশু পরিবার (এতিম স্কুলের) সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে গত শুক্রবার। পবিত্র মাহে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫২র ভাষা সৈনিক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মাসউদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেনÑ সিয়াম সাধনার এই মাসে এতিম শিশুদের কথা চিন্তা করে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন যে আয়োজন করেছে তা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। প্রত্যেক সামাজিক সংগঠনের উচিত এতিমদের কল্যাণে এ রকম কাজ করা। সংগঠনের সভাপতি আফজাল হোসেইন সোহেলের সভাপতিত্বে, ও সংগঠনের সদস্য মতিউর রহমানের পরিচালনায়, ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা আনোয়ার উদ্দিন পংকি, তাসমিহ বিনতে স্বর্ণা , মোঃ ফখরুজ্জামান ওয়াসিম, বিশিষ্ট কলামিষ্ট ও লেখক, আব্দুর রহীম, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, ফয়ছল আহমদ চৌধুরী, সিলেট শিশু পরিবারের উপ-পরিচালক সুচিত্রা রায়, সূর্যোদয় বিলিভ ইন চেইন্জ এর সভাপতি, সোয়েদ শাকিল খাাঁন, বৃহত্তর গণেশপুর সমাজকল্যান সংস্থার প্রতিষ্টাতা সভাপতি, মাহমুদুল করিম নেওয়াজ, সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), নূরুল ইসলাম নূরু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান, সহ-সভাপতি, মির্জা মোশাররফ, সাংগঠনিক সম্পাদক অকিরুল ইসলাম চৌঃ জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক, আ.খ.ম লুকমান, অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) এহসানুল হক মিনহাজ, প্রচার সম্পাদক সুহিন আহমদ জয়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাইনউদ্দীন, ক্রিড়া-সম্পাদক নাজমুল ইসলাম খান, ধর্ম-বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান তালুকদার, সদস্য এনায়েত আল-আমিন,সাবেল আহমদ, জসীম উদ্দীন, মাসুম আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন অ্যক্টিভিষ্ট ফোরাম এর সদস্য নুরুল হুদা, নাহিয়ান কামরুল, মিনারা বেগম, নাজিরা বেগম প্রমূখ।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য ক্বারী মোঃ ইকবাল হুসাইন।