ছাত্রদলের ১৩ নেতার জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Chhatrodol-Remandসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে জেলা ছাত্রদলের নতুন সভাপতি সাঈদ আহমদসহ ১৩ ছাত্রদল নেতাকে জেল গেইটে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলী আদালতের বিচারক মোছাম্মত ফারহানা ইয়াসমিন এ আদেশ প্রদান করেন।
আদালত উপ পরির্দশক বিজয় প্রসাদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সিলেট জেলা ছাত্রদল সভাপতি এডভোকেট সাঈদ আহমদসহ আটক ১৩ নেতাকর্মীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলী আদালতের বিচারক মোছাম্মত ফারহানা ইয়াসমিন তাদের জেল গেইটে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সাঈদ ছাড়াও গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছেন- ছাত্রদল নেতা সুমিন আহমদ চৌধুরী (২৭), জিয়াউর রহমান রুমেল (২৯), রেজওয়ান হোসেন (২৩), আহমদ জাকি (২৬), মো. মিজান আহমদ (২৫), মাছুম আহমদ (২৬), সাওয়াল ওরফে সাগর (১৮), আলী আকবর রাজন (২৭), আক্তারুজ্জামান চৌধুরী (২৩), আফজাল হোসেন (২৩), মো. ফয়েজ আহমদ (২৭) ও রাইসুল ইসলাম সনি (২৭)।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে সদ্য ঘোষিত সিলেট ছাত্রদলের জেলা কমিটির সভাপতি সাঈদ আহমদকে নগরীর হাউজিং এস্টেটের একটি বাসায় অবরুদ্ধ করে রাখেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ওই দিন বিকেল পৌণে ৪ টায় ইলেকট্রিক সাপ্লাই এলাকায় এ নিয়ে ছাত্রদলের বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় সাঈদ আহমদসহ ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মাহবুবুর রহমান বাদী হয়ে ছাত্রদলের ২৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৫ (১৯-০৯-১৪)।