শান্তি প্রতিষ্ঠায় আইনের সুশাসন সহ আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরী
————-মো. শহিদুল ইসলাম
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন শান্তি প্রতিষ্ঠায় আইনের সুশাসন সহ আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরী। মানবাধিকার সুরক্ষায় মানবাধিকার সংগ্রামীরা এগিয়ে আসতে হবে এবং গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করতে হবে। সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হলে দেশে অশান্তি সৃষ্ঠি হবে না। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোকে তাদের যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করলে পৃথিবীতে সুখ ও শান্তি নিশ্চিত হবে। তিনি গতকাল মঙ্গলবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সু-বিশাল র্যালী পরবর্তী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। হযরত শাহজালাল রহ. দরগা গেইটস্থ রশীদ এম্পোরিয়ামের ২য় তলার ড. আর.কে ধর হলে র্যালী পরবর্তী কর্মশালায় মানবাধিকার কমিশন সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক লিলু এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বামাক মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষণ কর্মশালা কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ই.ইউ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা এডিশনাল পিপি এড. শামসুল ইসলাম, বামাক কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার, জেলা সহ-সভাপতি মাহবুবুল আলম মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ খান, দপ্তর সম্পাদক শিল্পী রানী, কর্মশালা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, আলী আহসান হাবিব, শফিকুর রহমান শফিক, দিরাই উপজেলার জুবের সরদার দিগন্ত, সুয়েব আহমদ চৌধুরী, সেলিম আহমদ, আতাউর রহমান আতাই, শাহীন আহমদ, মনিরুল ইসলাম রাজু, মো. হাবিবুর রহমান, সুজন তালুকদার, আলী আহমদ, আফজাল হোসেন নাহিদ, দেলোয়ার হোসেন, আব্দুল আলীম জুয়েল, আব্দুল বাছিত, জকিগঞ্জ পৌর কমিটির সভাপতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নাজমুল ইসলাম। বিশ্ব শান্তি দিবসের র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক কর্মী ও সাধারণ জনগন দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি