কালেক্টরেট প্রাঙ্গণ এলাকার দালালদের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুরমা টাইমস ডেস্কঃ নগরীর কালেক্টরেট প্রাঙ্গণ এলাকায় দালালদের ৩০টি আস্তানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক অভিযানে দালালদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন ধরে এসব দালালরা জাল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ জালিয়াতিসহ নানা অপকর্মে লিপ্ত বলে ভুক্তভোগীরা অভিযোগ করে আসছিলেন। অভিযানে পারভেজ আফজল, কামাল, জাবেদ, নিজাম, সাত্তার, মাহিন, আফছার, সাহাবউদ্দিন, হোসেনসহ প্রায় ৩০ জনের আস্তানা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানকালে দালালদের কাউকে না পাওয়ায় তাদেরকে গ্রেফতার কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা কালেক্টরেটের প্রটোকল নাজির জসিম উদ্দিন, জেলা নাজির কামাল আহমদ ও সহকারী নাজির অনুপ।