বিশ্বনাথের বিশিষ্ট আলেম মাওলানা ওলিউর রাহমান আর নেই : বিভিন্ন মহলের শোক
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের বিশিষ্ট আলেমে দ্বীন, এলাহাবাদ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বুরাইয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা এ.টি.এম.ওলিউর রাহমান আর নেই। তিনি গতকাল শুরুবার বেলা ২টা ১৫ মিনিটে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……রাজিউন)। মরহুমের লাশ সিলেট শহর থেকে তার গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকুনা (এলাহাবাদ) গ্রামের রাহমান মঞ্জিলে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ এশা মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাযায়। মাওলানা ওলিউর রাহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীর করেন। এদিকে মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বিশ্বনাথের জনপ্রতিনিধিদের শোক ঃ বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের শোক ঃ বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, রফিকুল ইসলাম কামাল, আবুল কাশেম।
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম পরিবারের শোক ঃ মরহুম মাওলানা ওলিউর রাহমানের মৃত্যুতে বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, নির্বাহী সম্পাদক তজম্মুল আলী রাজু, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম কামাল, সিনিয়র ফটোগ্রাফার নূরউদ্দিন, স্টাফ রিপোর্টার অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আব্দুল্লাহ আল-মামুন, ফটোগ্রাফার আবুল কাশেম, শফিকুল ইসলাম শফিক। নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।