বিশ্বনাথে বাউবি পরীক্ষায় অনুপস্থিত ৫৬জন শিক্ষার্থী

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম-দশম শ্রেনীর গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩৬০জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ থেকে দুপুর ১২টায় প্রথমে নবম শ্রেনীর ইংরেজী ১ম পত্র ও বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দশম শ্রেনীর ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্রে গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় ১১৭ জনের মধ্যে ১৩জন অনুপস্থিত ছিলেন। বিকেলে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৬ জনের মধ্যে ৪জন অনুপস্থিত ছিলেন।
রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় রামসুন্দর ৯০ জনের ২৪ জন অনুউপস্থিত ছিলেন। বিকেলে দশম শ্রেনীর ৭৭ জনের ১৫ জন উপস্থিত।
এব্যাপারে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বারী বলেন, গতকাল শুক্রবার সকালে নবম শ্রেনীর ইংরেজী প্রথম পত্র ও বিকেলে দশম শ্রেনীর ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৬৭ জনের মধ্যে ৩৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছা বলেন, ১৯৩জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জন অনুপস্থিত ছিলেন।