আদর্শ চিকিৎসক হতে চায় শান্তা

Shantaতজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: সুমাইয়া ইশরাত শান্তা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার অংশ নিয়ে সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। শান্তার বাবা ড্রিস্টিক ইনটিলিজেন্ট সুনামগঞ্জের জেলা বিশেষ শাখার (ডিআইও ১) এর দায়িত্বে থাকা ও বিশ্বনাথ এবং জগন্নাথপুর থানার সাবেক অফিসার ইন-চার্জ কামরুল ইসলাম ও সেলিনা মমতাজ দম্পতির একমাত্র মেয়ে।
শান্তার পিতা কামরুল ইসলাম ও মা সেলিনা মমতাজ জানান, সুমাইয়া ইশরাত শান্তা প্রতিদিন ১০-১২ ঘন্টা পড়ালেখা করেছে। অল্পের জন্য গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় শান্তা কিছুটা হতাশ হলেও মেয়ের ফলাফলে তারা কৃতজ্ঞ। শান্তা পঞ্চম, অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুল ও এসএসসি পরীক্ষায় গোলেন্ডন জিপিএ-৫ এবং প্রাইভেটবৃত্তিসহ ১৭টি বৃক্তি লাভ করেছে। আগামীতে তার মেয়ে আরো ভাল ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন। তারা আরো বলেন, শান্তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক, শিক্ষিকার অবদান রয়েছে। আগামী দিনের সুন্দর ভবিষৎত গড়তে মেয়ের জন্য দোয়া কামনা করেন। মেয়ে আদর্শ চিকিৎসক হতে চায় বলে তারা সবার দোয়া প্রার্র্থী।