বিশ্বনাথে কৃষ্ণের জন্মাষ্ঠমী পালন

Krishnaতজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। গতকাল রোববার উপজেলা কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি করুনা কান্ত দাশ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাশ শংকুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিমল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিশীকান্ত পাল, সহ সভাপতি রুপক দে, সাধারণ সম্পাদক জয়ন্ত আযার্চ্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজিত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত দে রিপন, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, উদযাপন পরিষদের সহ অর্থ সম্পাদক নেপাল দেব, প্রচার সম্পাদক নন্দ লাল বৈদ্য।
শোভাযাত্রাপূর্বক আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন-রমা কান্ত দে (কালীজুরী), নির্মল সরকার (কৃপাখালী), অজিত দেব (ইসকন), গোবিন্দ মালাকার (ছাত্র-যুব ঐক্য পরিষদ), শিপন আচার্য্য (সনাতন), কাজল মালাকার (মদনপুর), পার্থ সারথী দাশ পাপ্পু (বৈরাগীবাজার), সঞ্জিত দেব (চন্দ্রগ্রাম), বিভাংশু গুন বিভু (হাবড়া), শিবু কান্তি দাশ (দক্ষিন বিশ্বনাথ), অসিম পাল (জানাইয়া), অরুন দেবনাথ (শ্রীচৈতন্য সেবা সংঘ), লিটন দে (নোয়ারাই)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, বিশ্বনাথ সদর পূজা মন্ডপের সভাপতি সুব্রত ধর বাপ্পী, উদযাপন পরিষদের সহ সভাপতি বাদল দেব, কনক দেবনাথ মেম্বার, যুগ্ম সম্পাদক জ্যোতিশ দাশ, সাংগঠনিক সম্পাদক কানু রঞ্জন দে, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, অনুষ্ঠানে গীতা পাঠ করেন উদযাপন পরিষদের উপদেষ্ঠা নিহার রঞ্জন চক্রবর্তী ও যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ মালাকার।