বালাগঞ্জে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোগীদের স্বা¯্য’্য সেবা, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক র‌্যালি শেষে বালাগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে ও নয়ন তালুকদারের পরিচালনায় আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহাম্মদ কামাল হোসেন, বালাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. কামাল আহমদ কনা, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাদক এমএ মতিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক মো. জুনেদ মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এদিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রোগীদের বিশেষ চিকিৎসা প্রদান করা হয় ।
এছাড়া বিকালে বালাগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে বালাগঞ্জ পুর্ববাজার মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক ও উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মো. জুনেদ মিয়া, যুবলীগ নেতা মাহমুদ হোসেন মাছুমসহ যুবলীগ ছাত্রলীগ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ।