বালাগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলা : এলাকায় উত্তেজনা

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে বসতবাড়ীর রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি খন্দকার আব্দুর রকিব ও এক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে থানার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা বাজারে। তবে এনিয়ে দু’দিন যাবত উভয় পক্ষে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি খন্দকার আব্দুর রকিব ও প্রতিবেশী খন্দকার ছালেহ আহমদ’র পক্ষের মধ্যে বেশ কিছুদিন যাবত বসতবাড়ীর রাস্তা নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ বিষয় স্থানীয় তালতলা গ্রামবাসী মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তালতলা বাজারের খন্দকার রিপন মিয়া তাঁর দোকানে অবস্থানরকালে প্রতিপক্ষ খন্দকার ছালেহ আহমদের ভাতিজা শিবির নেতা খন্দকার জাফরানের নেতৃত্বে ৭/৮ জন যুবক খন্দকার আব্দুর রকিব ও তাঁর চাচাতো ভাই ব্যবসায়ী খন্দকার রিপনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খন্দকার রকিব, খন্দকার রিপন ছাড়াও উপস্থিত আরো কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পরই উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এলাকাবাসী পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে দু’দিন যাবত উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতার স্বীকার করে জানান, উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।