বঙ্গবন্ধু বুজেসুজেই চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছিলেন

বঙ্গবন্ধু চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা তাদের উন্নয়নে কাজ করছেন…
সমাজ কল্যান মন্ত্রী

SAMSUNG CAMERA PICTURESমধু চৌবে, শ্রীমঙ্গল থেকেঃ যাদের কষ্টার্জিত শ্রমে দেশের অথনীতির চাকা সচ্ছল হয় তারাইতো দেশের আসল নাগরিক। আর বঙ্গবন্ধু বুজেসুজেই চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছিলেন এবং তার কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাদের ভাগ্য উন্নয়নে কাজ করচলছেন।
গতকাল বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকায় শ্রমিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন, সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকার্ত আশফাকুল হক চৌধুরী, জেলা সমাজ সেবা কর্মকর্তা অরবিন্দু সেন, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান বাবুল, আবু শহীদ আব্দুল্লা, সাতগাও চা বাগান ব্যাবস্থাপক রফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা নিহির কান্তি মিন্টু প্রমূখ। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক চেতনা লানন করে। এটি সাম্প্রদায়িক সম্পীতির দেশ। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাগানে বাগানে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। পরে মন্ত্রী রাজঘাট ও খেজুরী চা বাগানে শ্রমিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তার সাথে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা এম এম মতলিব, পরিমল দাশ, বিতেশ চৌধুরী অপু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশিকুজামান প্রমূখ।