দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা থানার অতির বাড়ি মোড়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ হারালেন নগরীর সুবহানীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী স্বদেশ রঞ্জন দাস। এ সময় আহত হয়েছেন আরো ৭/৮ জন মাইক্রোবাস যাত্রী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চার সময় অতির বাড়ি পয়েন্টে দুই মটর সাইকেল আরোহীকে বাচাতে গিয়ে এ ঘটনাটি ঘটে।
নিহত স্বদেশ রঞ্জন দাস (৫০) নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকার বাসিন্দা। সোবহানীঘাটে তার রোপক ষ্টীল নামক একটি ব্যবসা প্রতিষ্টান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে ( ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৫ ) একটি মাইক্রোবাস গাড়ি নগরীর দিকে আসছিলো। আতির বাড়ি নামক স্থানে আসা মাত্র একটি মটর সাইকেলে ( সিলেট-এ-৩১৭০ ) দুইজন আরোহী গাড়ির সামনে পড়ে। এ সময় তাদের বাচাতে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যবসয়ী স্বদেশ রঞ্জন দাস।
এ সময় তার সাথে তাকা ছেলে ডাঃ গুপাল চন্দ্র দাস স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগীতায় লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি দু-টি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন বলে জানিয়েছে থানার ওসি মোরছালিন।