নগরীতে দুঃসাহসিক চুরি : ১২ লাখ টাকা লুট

Lalabazar theftসুরমা টাইমস ডেস্কঃ নগরীর বন্দর বাজারস্থ লালবাজারের ইসলাম লজ বোর্ডিং-এ এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এতে চোরেরা রোমের জানালার গ্রীল ভেঙ্গে নগদ সাড়ে ১১ লাখ, ৩টি মোবাইল ও এক ভরি স্বর্ণ নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হোটেল ম্যানেজারকে আটক করেছে।
আটক হোটেল ম্যানেজান সুনা মিয়া (৬৫) গোলাপগঞ্জ উপজেলার মিয়াগুল গ্রামের মৃত রহিম আলীর পুত্র।
লালবাজারের মোরগ ব্যবসায়ীরা জানান, ইসলাম লজ বোর্ডিং এর ১০৮ নং রুমে সিলেট সিটির পোলট্রি সমিতির অফিস। একই রুমে সংগঠনের সাধরণ সম্পাদক ছমির মিয়ার মেসার্স ছমির পোল্ট্রি দোকানেরও অফিস রয়েছে। ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় তারা ব্যবসার সাড়ে ১১ লাখ টাকা সংগঠনের অফিসে রাখেন। কিন্তু বুধবার রাতে অনুমান ২টার দিকে রুমের জানালা ভেঙ্গে নগদ সাড়ে ১১ লাখ টাক, ৩টি মোবাইল ও এক ভরি স্বর্ণ চোরেরা নিয়ে যায়। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক ছমির মিয়া বাদী কতোওয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার সাতে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে ইসলাম লজ বোর্ডিং-এর ম্যানেজারকে আটক করেছে। কতোয়ালী থানা পুলিশের পুলিশ পরিদর্শক মনির এ তথ্যটি নিশ্চিত করেছেন।