বিশ্বনাথে আ’লীগ নেতার বাসায় হামলা ঃ পিতা-পুত্র আহত
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক (পদত্যাগকারী) এইচ.এম.ফিরোজ আলীর বাসায় দৃর্ত্তৃর্বরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের বিশ্বনাথ-খাজাঞ্চী রোডে বাসায় এঘটনা ঘটে। এতে ফিরোজ আলী ও তার স্কুল পড়–য়া ছেলে সৌরভ আলী আহত হয়েছেন। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।
ফিরোজ আলী জানান, গত মঙ্গলবার আয়োজিত ইফতার মাহফিলকে কেন্দ্র করেই তার বাসায় এ হামলা চালানো হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করেন। এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ও সাজানো নাটক। থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, ঘটনার পর আমাকে ফিরোজ আলী মুঠোফোনে জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।