বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

photoতজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী দায়িত্ব গ্রহন করেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভার মাধ্যমে তাকে পরিষদের দায়িত্ব দেওয়া হয়। পরিষদের ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও দায়িত্ব পান। এসময় উপজেলা পরিষদের সকল সদস্য এবং সরকারি সকল কর্মকর্তা দায়িত্বপ্রাদের বরণ করেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গৌছ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুরা কে বিদায় সংর্বধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তাঁর বক্তব্যে বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়ন করা হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার পরিচালনায় সম্বনয় সভা ও বিদায়ী অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুরা, বর্তমান ভাইস চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমীন, প্রকৌশলী আবু বক্করসিদ্দিক, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক কর্মকর্তা সোলায়মান হোসেন, শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউসিসি এলি কর্মকর্তা সিরাজ খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সিএ সাদেক আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদ