নবীগঞ্জ টুকের বাজার সড়কের বেহাল দশা : দেখার যেন কেউ নেই!

nobigonj news rastaউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র থেকে নবীগঞ্জ-শাখোয়া টুকের বাজার সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে খানাখন্দে একাকার হয়ে বেহাল অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচলতো দূরের কথা পথচারীদের পা’য়ে হেঁটে চলাই এখন মুশকিল হয়ে পড়েছে। দীর্ঘদিন এ অবস্থা চলমান থাকলেও যেন দেখার কেউ নেই। ফলে প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচলকারী সহস্রাধিক মানুষ চরম দুভোর্গের শিকার হচ্ছেন। এতে করে প্রতি দিনই ছোট-খাট দুর্ঘটনা ঘটছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ সাধারন মানুষ খানাখন্দের উপর দিয়ে পায়ে হেটে চলাচল করায় হোচট খেয়ে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করায় বর্তমানে ওই সড়কটি যেন একেবারে জনসাধারনের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
প্রতিদিন ওই সড়ক দিয়ে প্রায় ৭/৮টি গ্রামের কয়েক হাজার মানুষ কর্মক্ষেত্র ও জীবিকার তাদিদে নবীগঞ্জ উপজেলা সদরে আসতে হয়।এছাড়া বেশকিছু স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরাও শিক্ষা প্রতিষ্টানে আসা-যাওয়া করে থাকে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই সড়কের মেরামতের জন্য উধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ এ যাবত কার্যত কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। । এলাকাবাসী জনগুরুত্ব পূর্ণ ওই সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।